Home সারাদেশ পঞ্চগড় ও শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় ও শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

by Newsroom

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী তানভির নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ নভেম্বর বুধবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশু তানভির একই এলাকার নাজমুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশ্বে খেলা করতেছিল শিশু তানভির। একসময় অসবাধানতায় শিশুটি পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

আরও পড়ুন- পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পরে তাকে দেখতে না খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে, দ্রুত স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরে ডুবে তাহিরা খাতুন (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার  সকালে সদর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামেরই আমিনুল ইসলামের কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে সবার অজান্তে পুকুরে পড়ে নিখোঁজ হয় শিশু তাহিরা খাতুন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলেন না।
পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহেদ ইকবাল তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like