Home ভিডিও সংবাদ পানিবন্দি ভোলাবাসী; চলছে বাঁধ নির্মাণ

পানিবন্দি ভোলাবাসী; চলছে বাঁধ নির্মাণ

by Amir Shohel

ভোলা : চলতি বছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ভোলার বাসিন্দারা। তাই ৫ দিন ধরে চলছে এই বাঁধ নির্মাণের কাজ। এখনও নির্মাণকাজ শেষ না হওয়ায় পানিবন্দি হয়ে কয়েকদিন ধরে মানবেতর দিন কাটাচ্ছে স্থানীয়রা।

জানা গেছে, গেল ৫ দিন ধরে জোয়ারের কারণে পানিতে তলিয়ে আছে সাজিকান্দি, রামদাসপুরকান্দি, সোনাডগী, পূর্বচর ইলিশা ও মুরাদসফিল্লা গ্রামের বিস্তীর্ন জনপদ। এতে পানিবন্দি হয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। টানা ৫ দিন ভিটেবাড়ি তলিয়ে থাকায় রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে অনেকের। দুর্ভোগ কমাতে চলছে বাঁধ মেরামতের কাজ।

দেখা যায়, একদিকে চলছে বাঁধ মেরামতের কাজ, অন্যদিকে পরিবার পরিজন নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন অনেকে। ভিটের মাটি সরে যাওয়ায় হেলে পড়ছে বসত ঘর। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে যাতায়াত সমস্যাও। ফসল ও মাছ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো হাসানুজ্জামান জানান, ২ দিনের মধ্যে বাঁধ মেরামতের কাজ শেষ হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির মাধ্যমে পুনর্বাসন করা হবে।

ভয়েসটিভি/এএস

You may also like