Home ভিডিও সংবাদ তলিয়ে গেছে ২০ লক্ষাধিক টাকার পানের বরজ

তলিয়ে গেছে ২০ লক্ষাধিক টাকার পানের বরজ

by Newsroom
পানের বরজ

ভোলায় বাঁধ ভেঙ্গে বন্যার পানিতে তলিয়ে গেছে ৫ গ্রামের পানের বরজ । এতে দিশেহারা হয়ে পড়েছে পান চাষীরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে লাভের আশায় পান চাষ করে, এখন লোকসানের মুখে পড়েছে তারা। সেইসাথে ঋণ পরিশোধ নিয়েও রয়েছে দুশ্চিন্তায়।

পানের জন্য বিখ্যাত ভোলার ইলিশা ইউনিয়নের সোনাডগী, মুরাদ সফিউল্লাহ, পূর্ব চর ইলিশা, সাজিকান্দি ও রামদাসপুর কান্দি।। প্রতি বছর এসব গ্রাম থেকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় কোটি টাকার পান সরবরাহ করা হয়। এবারও এসব গ্রামের চাষিরা লাভের আশায় বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পান চাষ করেছিলো। কিন্তু জোয়ারের পানিতে তলিয়ে গেছে অর্ধশতাধিক পানের বরজ । ক্ষতি হয়েছে কমপক্ষে ২০ লাখ টাকা। এখন ঋণ পরিশোধ নিয়ে দুঃচিন্তায় দিন কাটছে পান চাষিদের।

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, জোয়ারের পানিতে এসব পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে । কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।

শুধু পান নয়, ভোলার ইলিশা ইউনিয়নে জোয়ারের পানিতে ক্ষতি হয়েছে, কোটি টাকার বিভিন্ন ফসলও। তাই সরকারের কাছে সহযোগিতার আহবান ক্ষতিগ্রস্ত চাষীদের ।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like