Home জাতীয় অভিযোগ প্রমাণিত হলে পাপুলের এমপি পদ বাতিল : প্রধানমন্ত্রী

অভিযোগ প্রমাণিত হলে পাপুলের এমপি পদ বাতিল : প্রধানমন্ত্রী

by Newsroom

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল হোসেন পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ জুলাই বুধবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে সংসদ সদস্যের কথা বলা হচ্ছে তিনি কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের নমিনেশন চেয়েছিলেন। আমি দেয়নি। ওই আসনটি আমরা জাতীয় পার্টিকে দিয়েছিলাম। কিন্তু তারা নির্বাচন করেননি। ওই লোক জিতে আসেন। আবার তার ওয়াইফকেও যেভাবে হোক এমপি করেছেন (সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত করেন)। তিনি কুয়েতের নাগরিক কিনা সেই বিষয়ে আমরা কুয়েতে কথা বলছি। সেটা দেখবো। আর সেটা হলে তার ওই সিট হয়তো খালি করতে হবে। কারণ যেটা আইনে আছে সেটা হবে। তার বিরুদ্ধে আমরা দেশেও তদন্ত করছি।’

সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল হোসেন পাপুল (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী বলেন, করোনায় বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের জন্য সরকার দূতাবাসগুলোর সাথে যোগাযোগ এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখছে যাতে তারা পরিস্থিতি অনুকূলে আসলে আবার কাজ ফিরতে পারেন। তারপরও যদি কাউকে বাধ্য হয়ে দেশে ফিরতে হয় তাদের জন্য ঋণ সহায়তার ব্যবস্থা করছে সরকার।

সরকার প্রধান জানান, প্রবাসীদের জন্য ২০০ কোটি টাকা তহবিল গঠন করা হয়েছে ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের মাধ্যমে। পুনর্বাসনের জন্য ৩শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মেয়াদ শেষ হলে প্রবাসী শ্রমিকরা পাসপোর্ট নিয়ে যাতে হয়রানির শিকার না হন সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্পাদনা : দেলোয়ার

You may also like