Home সারাদেশ পাবনায় বোম্বাই লিচুর বাম্পার ফলন

পাবনায় বোম্বাই লিচুর বাম্পার ফলন

by Newsroom

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় বোম্বাই জাতের লিচুর বাম্পার ফলন হয়েছে। এই লিচু পাঠানো হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। ডাক বিভাগের কৃষি সেবাও এই লিচু দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে উদ্যোগ নিয়েছে। ফলে এ লিচু বিক্রি করে লাভের মুখ দেখছে বাগান মালিকরা।

জানা গেছে, পাবনার ঈশ্বরদীতে এবারে ৩৩ হাজার হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। প্রতি বিঘা জমিতে রয়েছে ১৬ থেকে ১৮ টি লিচু গাছ। অনুকূল আবহাওয়া ও গাছের পরিচর্যা ঠিকমত করায় প্রতিটি গাছ থেকে কমপক্ষে ১ লাখখানেক লিচু ধরেছে। পর্যাপ্ত লিচু ও ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা।

এরইমধ্যে গাছ থেকে লিচু সংগ্রহ করা শেষ হয়েছে। এরপর লিচু বাছাই ও সরবরাহের জন্য কাজ করছে অনেক শ্রমিক। বাগান মালিক ও শ্রমিকরা যাতে সঠিকভাবে লিচু সংগ্রহ ও বাজারজাত করতে পারে সেজন্য সবধরণের সহযোগিতা করেছে কৃষি অধিদপ্তর।

ঘূর্ণিঝড় আম্পান ও চলমান বৈশ্বিক করোনা মহামারিতেও বাম্পার ফলনে স্থানীয় অনেকেই লিচুর বাগান গড়তে উৎসাহিত হচ্ছে।

You may also like