Home সারাদেশ ভাতা বন্ধ হয়নি পাবনার গেজেট বাতিল হওয়া দুই মুক্তিযোদ্ধার

ভাতা বন্ধ হয়নি পাবনার গেজেট বাতিল হওয়া দুই মুক্তিযোদ্ধার

by Newsroom
অনির্দিষ্টকালের

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত জুলাই মাসে পাবনার ৩৫ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়। বাতিলের মধ্যে পড়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার টলটলিয়াপাড়া গ্রামের ফজলুর রহমান ও পাটুলিপাড়া গ্রামের আবু তাহেরের নামও।

গেজেট বাতিল হলেও ওই দুই ব্যক্তি এখনো মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫ আবু তাহের ও ২০১৭ সালে ফজলুর রহমান স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধাকে ম্যানেজ করে পক্ষে সাক্ষী বানিয়ে বেসামরিক মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে তারা মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন।

এনিয়ে উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে ২০১৮ সালে উপজেলার মোহাম্মদ আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) ফজলুর রহমান ও আবু তাহেরকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে জামুকার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ফজলুর রহমান ও আবু তাহেরকে স্বপক্ষে প্রমাণসহ তলব করে। তারা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সাক্ষীদের নিয়ে গেলে গরমিল খুঁজে পায় জামুকা। পরে তাদের গেজেট বাতিল করে গত ১৮ জুলাই একটি গেজেট প্রকাশ করে।

তবে গেজেট বাতিলের পরেও ফজলুর রহমান ও আবু তাহের উপজেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে যাচ্ছেন। এদিকে তথ্য-উপাত্ত ও সাক্ষীদের বক্তব্যে গরমিল পাওয়ায় আবু তাহেরের প্রতিবেশী আবুল বাশার নামে এক মুক্তিযোদ্ধার ভাতা ৩ মাস বন্ধ রাখা হয় বলে জানা গেঝে।

ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোকসেদ আলী বলেন, ফজলুর রহমান ও আবু তাহের লাল মুক্তিবার্তার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। কিন্তু অন্য মুক্তিযোদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে জামুকার কর্মকর্তারা খামখেয়ালীপনা করে তাদের গেজেট বাতিল করেছে। এখন গেজেট বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: কিশোর মুক্তিযোদ্ধার চরিত্রে নবাগত নায়ক শান্ত খান

বর্তমানে উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান কমান্ডার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে তিনি বলেন, ফজলুর রহমান ও আবু তাহেরের গেজেট বাতিলের ব্যাপারে কোনো লিখিত আদেশ অফিসে আসেনি। তাই অনলাইনে তাদের গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি হলেও ভাতা বন্ধ করা হয়নি। তবে এ ব্যাপারে জামুকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like