Home সারাদেশ পাবনায় বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ

পাবনায় বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ

by Newsroom

পাবনায় বিড়ি শিল্প রক্ষার দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর দোয়েল সেন্টারে জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সভাপতি এমকে রাঙ্গালী, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. বেলায়েত আলী বিল্লু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও কার্যকারী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: ওজোন স্তরে ক্ষয় রোধে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

এসময় বক্তারা বলেন, সরকার বিড়িতে অতিরিক্ত শুল্কারোপের ফলে বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ শিল্পের সাথে জড়িত শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অতি সত্বর বিড়ির উপর থেকে অতিরিক্ত শুল্কারোপ প্রত্যাহারের জন্যে জোর দাবি জানান বক্তারা।

ভয়েস টিভি/এমএইচ

You may also like