Home সারাদেশ পাবনায় ব্যবসায়ীর টাকা ছিনতাই: জেলা ছাত্রলীগ সহ-সভাপতি বহিষ্কার

পাবনায় ব্যবসায়ীর টাকা ছিনতাই: জেলা ছাত্রলীগ সহ-সভাপতি বহিষ্কার

by Newsroom

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই সিদ্ধান্ত জানান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আলম জানান, আতাইকুলা থানাধীন সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ব্যবসায়ী মুসা আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে যান। পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ ও চেকসহ ১৩ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা ও তার ছোট ভাই রানা মৃধা এবং মামা শিপনকে আটক করে পুলিশ।

You may also like