Home খেলার খবর ঘরের মাঠে জিততে পারেনি বার্সেলোনা

ঘরের মাঠে জিততে পারেনি বার্সেলোনা

by Newsroom

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে জিততে পারেনি বার্সেলোনা। ১-১ ব্যবধানে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। গোল দুটি খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে হওয়ার পর কেউ জালে বল জড়াতে পারেনি।

টানা পাঁচ ম্যাচ জিতে নতুন মৌসুমের ইতিবাচক শুরুর ইঙ্গিতই দিয়েছিল বার্সেলোনা। বিশেষ করে লা লিগার দুই ম্যাচে ৭ গোল করে উড়ন্ত ফর্মের জানানই দিচ্ছিল কাতালান ক্লাবটি। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই হোঁচট খেল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। বলা যায়, কোনোমতে হার এড়িয়েছেন লিওনেল মেসিরা।

পুরো ম্যাচে তেমন একটা আধিপত্য বিস্তার করতে পারেনি বার্সা। ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে খানিক এগিয়ে ছিল। তবে সাজানো গোছানো আক্রমণে বারবার নাস্তানাবুদ করেছে সেভিয়া। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে একটির বেশি গোল তারা করতে পারেনি।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলটি করে সেভিয়া। দর্শকশূন্য ক্যাম্প ন্যু স্টেডিয়ামকে নিশ্চুপ নীরবতায় ডুবিয়ে দেন লুক ডি ইয়ং। সুসোর বাড়ানো ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি বার্সার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। সেই বল ধরে বার্সার জালে মৌসুমের প্রথম গোল প্রবেশ করান লুক ডি ইয়ং।

সেভিয়ার রক্ষণের ভুলে মাত্র ২ মিনিটের মধ্যেই ফিলিপ কৌতিনহোর গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। লিওনেল মেসির শট ফেরালেও, সেটি কৌতিনহোর পায়ে দিয়ে দেন সেভিয়া ডিফেন্ডার হেসুস নাভাস। সহজ সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি কৌতিনহো।

মাত্র দশ মিনিটের মধ্যে দুই গোলের দেখা মিললেও, ম্যাচের বাকি সময়টা শুধুই ফরোয়ার্ডদের ব্যর্থতার গল্প। একের পর এক গোল মিসের মহড়ায় বারবার নষ্ট হয়েছে সাজানো গোছানো আক্রমণ। কখনও ফরোয়ার্ডদের ব্যর্থতা, আবার কখনও গোলরক্ষকদের দৃঢ়তায় পুরো ম্যাচে আর গোল হয়নি একটিও। মাঠ ছাড়তে হয় নতুন মৌসুমে নিজেদের প্রথম ড্র নিয়ে।

তিন ম্যাচে সমান ২টি করে জয় ও ১টি করে ড্র বার্সেলোনা ও সেভিয়ার। দুই দলের সমান ৭ পয়েন্ট করে, গোল ব্যবধানে এগিয়ে থাকায় পাঁচে বার্সা এবং ছয় নম্বরে রয়েছে সেভিয়া। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like