Home জাতীয় ৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি

৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি

by Shohag Ferdaus
হাসিনা

সৌদি আরবে অবস্থানরত অন্তত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার জন্য চাপ দিচ্ছে দেশটি। তাদের পাসপোর্ট না দিলে দেশটিতে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ২৩ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের তৎকালীন বাদশা স্বতঃপ্রণোদিত হয়ে এবং রোহিঙ্গাদের দুর্দশা দেখে আশি-নব্বইয়ের দশকে অনেক রোহিঙ্গাকে দেশটিতে নিয়ে যান। অনেকে সরাসরি গেছে, আবার কেউ কেউ হয়তো বাংলাদেশ হয়ে গেছে। এটি আমরা পুরোপুরি জানি না। সৌদি আরব বলছে, এই সংখ্যা ৫৪ হাজার। সেখানে তাদের পরিবার আছে। তাদের ছেলেমেয়েরা কখনই বাংলাদেশে আসেনি। তারা সৌদি সংস্কৃতি জানে এবং আরবি ভাষায় কথা বলে। তারা বাংলাদেশ সম্পর্কে জানে না।’

তিনি জানান, সৌদি সরকার প্রথমে বলেছিল, এই সংখ্যা ৪৬২ জন এবং তারা কারাগারে আছে। নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে বাংলাদেশ এদের ফিরিয়ে আনার কথা বলেছিল। পরে যাচাই-বাছাই করতে গিয়ে দেখা যায়, তাদের অধিকাংশের কোনো কাগজ নেই।

আবদুল মোমেন বলেন, ‘এরপর তারা (সৌদি আরব) বলল ৫৪ হাজার রোহিঙ্গা সেখানে আছে। এদের কোনো পাসপোর্ট নেই কিংবা কোনো কাগজ নেই। তারা বলছে, এদের তোমরা পাসপোর্ট ইস্যু কর। আমরা বলেছি, যারা আগে পাসপোর্ট পেয়েছে এবং তাদের পাসপোর্টের কাগজ যদি থাকে, তবে আমরা নতুন পাসপোর্ট ইস্যু করব। কিন্তু এরা যদি আমাদের লোক না হয়, তবে আমরা নেব না।’

রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া না হলে বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘কনিষ্ঠ পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ বলছে, তোমরা যদি এদের না নাও বা পাসপোর্ট ইস্যু না কর, তবে তোমাদের দেশ থেকে এত লোক আনা হচ্ছে, এটা আমরা বন্ধ করে দেব। তোমাদের যে ২২ লাখ লোক এখানে আছে, তাদের সম্পর্কে নেতিবাচক অবস্থান নেব।’

ভয়েস টিভি/এসএফ

You may also like