Home সারাদেশ শিশুর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতন, আনসার গ্রেফতার

শিশুর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতন, আনসার গ্রেফতার

by Newsroom
পরিমাণ

আট বছরের শিশুকে পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটায় এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশু আপন দাশ কোতোয়ালী থানার জলিলগঞ্জ এলাকার রুপন দাশের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথমে গুরুত্বর আহতাবস্থায় ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্যে আনসার সদস্য রুবেল সরদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন ভয়েস টেলিভিশনকে বলেন, শিশুটি পাথরঘাটার গঙ্গাপাড়ায় খেলতে গেলে তাকে পায়ুপথে লাঠি ধারা আঘাত করে আনসার সদস্য রুবেল সরদার। এখন পর্যন্ত আমরা এটিই জানতে পেরেছি। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এ ঘটনায় আনসার সদস্যের কি ভূমিকা বা সে কেন এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে- জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like