Home সারাদেশ সাবেক শিক্ষার্থীদের পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

সাবেক শিক্ষার্থীদের পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

by Shohag Ferdaus
বাস

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ জন প্রাক্তন শিক্ষার্থী পিকনিকের উদ্দেশে কক্সবাজার যাচ্ছিলেন। কিন্তু তাদের সেই আনন্দযাত্রা শেষমেষ বিষাদে রূপ নিয়েছে। তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

১১ অক্টোবর রোববার সকালে কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন ও আশপাশের এলাকার বাসিন্দা ।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চট্রগ্রাম থেকে কাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

ভয়েস টিভি/এসএফ

You may also like