Home সারাদেশ নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর ফাঁকে শিক্ষার্থীর পিকনিক বাস

নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর ফাঁকে শিক্ষার্থীর পিকনিক বাস

by Mesbah Mukul

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীর পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝে হেলে পড়ে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার ২৬ মার্চ দিবাগত রাত ১১টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার পাকুটিয়া মাথালবাড়ি নামক স্থানে বাসটি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকেশ্বর আইডিয়াল একাডেমির শিক্ষক- শিক্ষার্থীরা শেরপুরের গজনি অবকাশ কেন্দ্রে পিকনিকে যান।

পিকনিক স্পট থেকে ফেরার পথে রাত ১১টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ঘাটাইল উপজেলার পাকুটিয়া মাথালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নির্মাণাধীন সেতুর রেলিং ভেঙ্গে পাশের পুরাতন সেতুর রেলিং এর উপর হেলে পড়ে দুই সেতুর মাঝখানে আটকে যায়। এ সময় বাসের কাচ, দরজা, জানালা ভেঙ্গে গিয়ে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়। শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় জনগন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘাটাইল থানার এস আই আলামিন জানান, বাসে ৪৫ জন যাত্রী ছিল। গাড়িটি দুই ব্রীজের নিচে খালে পড়ে গেলে অনেকেই হতাহত হওয়ার সম্ভাবনা ছিল। অলৌকিক ভাবেই হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।

ভয়েসটিভি/এমএম

You may also like