Home সারাদেশ সৈয়দপুরে পিছিয়ে পড়া নারীদের তৈরি পণ্যের প্রদর্শনী

সৈয়দপুরে পিছিয়ে পড়া নারীদের তৈরি পণ্যের প্রদর্শনী

by Newsroom

‘অর্থনৈতিক মুক্তি, নারীর টেকসই উন্নয়ন’ স্লোগানে নীলফামারীর সৈয়দপুরে পিছিয়ে পড়া নারীদের তৈরি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম এর সভাপতি শিমন শিউলির সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ।

দুই দিনের প্রদর্শণীতে হাতের কাজ করা থ্রি পিচ, সুতার ডোর ম্যাট, হিজাব, চাঁদর, পার্স, ব্যাগ, টেবিল ম্যাট, স্লিপার, সিকিয়া, শিশুদের পোষাক প্রভৃতি রয়েছে।

এতে অংশ নেয়া নারী উদ্যোক্তা নাসরিন আক্তার বলেন, আমার স্টলে পুথির পণ্য রয়েছে। এসব আমার নিজের তৈরি। হাতব্যাগ, কলমদানি, বিভিন্ন স্ট্যান্ড ও মেয়েদের ব্যবহার্য নানা পণ্য রয়েছে। সাশ্রয়ী মুল্যে যে কেউ এখান থেকে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুন : কৃষকের হাসি ফিরিয়েছে শীতের সবজি

ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি শিমন শিউলি বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। যাতে তারা তাদের তৈরি পণ্য বাজারজাত করার মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবলম্বি হতে পারেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like