Home সারাদেশ তুচ্ছ ঘটনায় বাবা-ছেলে মিলে পিটিয়ে হত্যা করল ট্রলি চালককে

তুচ্ছ ঘটনায় বাবা-ছেলে মিলে পিটিয়ে হত্যা করল ট্রলি চালককে

by Shohag Ferdaus
চালককে

ঠাকুরগাঁও সুগার মিলে আখ দেয়ার সিরিয়ালকে কেন্দ্র করে ট্রলির চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন বাবা-ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ১ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের রোড এলাকার সুগার মিলে এ ঘটনা ঘটে।

নিহত সুরেশ চন্দ্র রায় (৫৫) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯)।

ওসি তানভিরুল ইসলাম বলেন, সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে ডিজেল চালিত পাওয়ার ট্রলিতে করে ঠাকুরগাঁও সুগার মিলে আখ নিয়ে আসে চালক সুরেশ চন্দ্র রায়। এরপর সুগার মিলে আখ দেয়ার সিরিয়াল নিয়ে ট্রলির চালক সুরেশ চন্দ্র রায়ের সঙ্গে আরেক ট্রলি চালক আব্দুর রহিমের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯) মিলে আখ দিয়ে বেধরক পিটিয়ে সুরেশ চন্দ্র রায়কে জখম করে।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় সুরেশ চন্দ্র রায়কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সুরেশ চন্দ্রের মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, নিহত সুরেশ চন্দ্র রায়ের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে। এতে মনে হচ্ছে তাকে বেধড়ক পেটানো হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

ওসি তানভিরুল ইসলাম বলেন, নিহত সুরেশ চন্দ্র রায়ের মরদেহ ময়নাতদন্তের জন্যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like