Home সারাদেশ ভোলায় পিসিআর ল্যাব উদ্বোধনে ভোগান্তির অবসান

ভোলায় পিসিআর ল্যাব উদ্বোধনে ভোগান্তির অবসান

by Newsroom
পিসিআর ল্যাব উদ্বোধনে

ভোলা : ভোলায় করোনা ভাইরাস নমুনা সংগ্রহের পর রিপোর্ট পেতে এক সপ্তারও বেশি সময় লেগে যেতো। পিসিআর ল্যাব না থাকায় পরীক্ষার জন্যে সব নমুনা পাঠানো হতো বিভাগীয় শহর বরিশালে। তাই রিপোর্ট পেতে দীর্ঘ প্রতীক্ষায় দুশ্চিন্তায় দিন কাটাতো রোগীরা।

এ সংকট অবসানে ১৩ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ল্যাবটির উদ্বোধন করেন।

এবার জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন হওয়ায় রিপোর্ট পেতে ভোগান্তি পোহাতে হবে না ভোলাবাসীর। জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বসানো হয়েছে এই করোনা শনাক্তের যন্ত্র। উদ্বোধনের পরপরই শুরু হয় করোনা পরীক্ষার কার্যক্রম।

এটি চালুর সাথে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হলো বলে মনে করছে ভোলাবাসী। এদিকে, এই ল্যাবে প্রতিদিন গড়ে ১৮৮টি পরীক্ষা করা সম্ভব। এমটা জানিয়েছে পিসিআর সংশ্লিষ্টরা।

ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী জেলায় এখন পর্যন্ত ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে সুস্থ্য হয়েছে ১৯৯ জন, মারা গেছে ৫জন। বর্তমানে গড়ে ২৫ থেকে ৫০টি করে নমুনা সংগ্রহ হচ্ছে
ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ জানান, ভোলার করোনার নমুনা সংগ্রহ ও রিপোর্ট নিয়ে যে ভোগান্তি ছিলো তার অবসান হলে।

ভয়েসটিভি/ভোলা প্রতিনিধি/হ্যাপি/দেলোয়ার

You may also like