Home সারাদেশ ভোলায় পিসিআর ল্যাবে ত্রুটি, করোনা পরীক্ষা বন্ধ

ভোলায় পিসিআর ল্যাবে ত্রুটি, করোনা পরীক্ষা বন্ধ

by Newsroom
পিসিআর

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা শনাক্তের পিসিআর ল্যাব মেশিনের সহায়ক যন্ত্রাংশে (বায়োসেফটি কেবিনেট) ত্রুটি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৪টি নমুনা পরীক্ষার পরই মেশিনটি নষ্ট হয় যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৬ ডিসেম্বর রোবাবর সকাল থেকে এ সমস্যার কারণে কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই ল্যাবটি সচল হবে। এছাড়াও নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করার কার্যক্রমও অব্যাহত আছে।

ভোলা জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের ইনচার্জ মো. সোহেল জানান, শনিবার দিনভর ৯৪টি নমুনার সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু তারপর হঠাৎ করেই দপুরের দিকে পিসিআর ল্যাবে (বায়োসেফটি কেবিনেট) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এরপর থেকে ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে ১২১টি নমুনা পরীক্ষার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া রোববার আরও সাতটি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধাক ডা. মো. সিরাজ উদ্দিন বলেন, পিসিআর ল্যাব মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পর আমরা তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। টেকনেশিয়ান আসলে সোমবারের মধ্যেই পিসিআর মেশিন সচল হবে। তবে আমরা নমুনা সংগ্রহ অব্যাহত রেখেছি,। যারা নমুনা দিতে আসছেন তাদের নমুনা সংগ্রহ হচ্ছে।

এদিকে জেলায় এখন পর্যন্ত ৯০৮ জন করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৮১৮ জন এবং মারা গেছে নয়জন। বর্তমানে করোনা আক্রান্ত আছেন ৮১ জন এবং আইসোলেশনে আছেন ১৮ জন। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৪৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন : ভোলায় পিসিআর ল্যাব উদ্বোধনে ভোগান্তির অবসান

ভয়েস টিভি/এমএইচ

You may also like