Home অর্থনীতি তদারকি বাড়ানো হয়েছে পুঁজিবাজারে

তদারকি বাড়ানো হয়েছে পুঁজিবাজারে

by Newsroom
পুঁজিবাজার

ঢাকা: পুঁজিবাজারে তদারকি বাড়ানোর পাশাপাশি আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে বিএসইসি চেয়ারম্যান। গত ৪ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পর এমনটা জানান তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ গেল ৯ আগষ্ট রবিবার এক হাজার ১২৮ কোটি টাকার লেনদেন হয়। এর পর আর হাজার কোটির নীচে নামেনি লেনদেন। এসময়ের মধ্যে ডিএসই-এক্স সূচক ৪ হাজার ৫৪৫ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৩ পয়েন্টে।

এর আগে সব শেষ দৈনিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছিল ১৮ ফেব্রুয়ারি। ব্রোকারেজ হাউজ গুলো বলছে, এমন বাজারই প্রত্যাশা করে আসছে বিনিয়োগকারীরা।

বিএসইসি এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, তারা আইনের প্রয়োগ বাড়িয়ে দিয়েছেন। সেই সাথে সবাই যেন আইন মেনে চলেন সেই ব্যাপারেও জোর দিচ্ছেন। বাজারে শিগগিরই ভাল আইপিও আসবে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যেগ এবং বিনিয়োগ কারীদের আস্থার কারণে শেয়ার বাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরী হয়েছে বলে মনে করছে অনেকে বিশ্লেষকরা।

ভয়েস টিভি/ নিজস্ব প্রতিবেদক/ টিআর

You may also like