বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের।
নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে ১৮ অক্টোবর রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শিশু দুটি হলো- মোবারকপুর গ্রামের সাদেক মড়লের ছেলে আমির হামজা (৬) ও সাদেক মড়লের ভাই হবি মড়লের ছেলে সানি (৫)। শিশু দুজন সম্পর্কে চাচাতো ভাই হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আমির হামজা ও সানি রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে নামার পর পানিতে তলিয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ভয়েসটিভি/এএস