Home সারাদেশ পুকুরেই দুই ভাইয়ের মৃত্যু

পুকুরেই দুই ভাইয়ের মৃত্যু

by Amir Shohel
মরদেহ উদ্ধার

বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের।

নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে ১৮ অক্টোবর রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

শিশু দুটি হলো- মোবারকপুর গ্রামের সাদেক মড়লের ছেলে আমির হামজা (৬) ও সাদেক মড়লের ভাই হবি মড়লের ছেলে সানি (৫)। শিশু দুজন সম্পর্কে চাচাতো ভাই হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আমির হামজা ও সানি রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে নামার পর পানিতে তলিয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কথা হলে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like