Home সারাদেশ পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

by Amir Shohel

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তানিসা (৩) ও মরিয়ম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

১৪ অক্টোবর বুধবার সকালে জেলার কেন্দুয়া উপজেলা নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত তানিসা জুড়াইল গ্রামের পাবেল মিয়ার মেয়ে ও মরিয়ম একই গ্রামের সুজন মিয়ার মেয়ে।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু দুটি সকালে বাইরে ঘুরতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুরের পানিতে ওই দুই শিশুকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভয়েসটিভি/এএস

You may also like