Home সারাদেশ ফরিদপুরে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

by Newsroom
ঈশ্বরদীতে

ফরিদপুরের মধুখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. আনোয়ার মৃধা (৭৫) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাগাট ইউনিয়ন পরিষদের পুকুর থেকে ওই বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়।

বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান জানান, ওই বৃদ্ধের বাড়ি জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসুতি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পরিষদের বারান্দায় রাত্রিযাপন করতেন এবং দিনের বেলায় ভিক্ষাবৃত্তি করতেন।

সোমবার দুপুরে পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুব দেয়ার পর তিনি আর উঠেননি। পুকুর পাড়ে ওই বৃদ্ধর কাপড়, স্যান্ডেল ও ব্যাগ দেখতে পায় গোসল করতে আসা কয়েকজন। পরে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ওই বৃদ্ধর মরদেহ উদ্ধারে অভিযান চালায়।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারে ব্যার্থ হলে সন্ধ্যার দিকে স্থানীয় শরিফুল নামের এক ব্যক্তিকে পানিতে নেমে খোঁজাখুঁজি করে ওই বৃদ্ধর মরদেহ উদ্ধার করেন। ওই বৃদ্ধর পরিবারের সদস্যরা এসেছেন তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মৃত ওই বৃদ্ধর পুত্র মো. আমিরুল মৃধা বলেন, আমার আব্বা বাড়িতে থাকতেন না। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন এবং সেখানেই থাকতেন। অনেক চেষ্টা করেও তাকে বাড়িতে নেওয়া যায়নি। তার বাবা শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান তিনি।

মধুখালী থানার এসআই আলমগীর হোসেন বলেন, ওই বৃদ্ধর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

ভয়েস টিভি/এমএইচ

You may also like