Home প্রযুক্তি পুতিনের বিরুদ্ধে সহিংস কথা প্রচারে ফেসবুকের অনুমতি!

পুতিনের বিরুদ্ধে সহিংস কথা প্রচারে ফেসবুকের অনুমতি!

by Roman Kabir

ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে সহিংস কথা প্রচারে কিছু দেশের ব্যবহারকারীকে অনুমতি দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানানো হয়।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ সৈন্যদের মৃত্যু কামনা করে হিংসাত্মক বাণী প্রচার করার জন্য অস্থায়ীভাবে সম্মতি দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে রুশ বেসামরিক নাগরিকদের কটাক্ষ করে কিছু প্রচার করার অনুমতি দেয়নি মেটা।

আরও পড়ুন: পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি : ইউক্রেন

মেটার একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ইউক্রেনে চলমান আগ্রাসনের আলোকে রুশ সশস্ত্র বাহিনীর প্রতি সহিংস অনুভূতি প্রকাশ করার জন্য তাদের নীতির সাময়িক এই পরিবর্তন।

সংশোধিত নীতির অধীনে রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডের ব্যবহারকারীরা রুশ রাষ্ট্রপতি পুতিন এবং বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে বাণী প্রচার করতে পারবেন।

ফেসবুক ও এর অন্যান্য প্ল্যাটফর্ম রাশিয়ায় ব্লক করা হয়েছে বলে গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছিল দেশটির সরকার। রাশিয়ার অভিযোগ, ২০২০ সালের অক্টোবর থেকে রুশ মিডিয়ার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে আসছে ফেসবুক।

ভয়েসটিভি/আরকে

You may also like