চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম খান পুনরায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ৫ মার্চ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল খানের বাড়ি প্রাঙ্গণে স্থানীয় খান বংশের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
আলহাজ্ব সৈয়দ আহম্মেদ রতন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা গত ২৮ ফেরুয়ারির নির্বাচনে আমাকে বিনাপ্রতিদ্বন্দিতায় পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, আপনাদের জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে যেভাবে এলাকার উন্নয়ন করেছি, আগামীতেও আপনাদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি। আমার ইউনিয়নে কোনো মাদকসেবীর আশ্রয় দেব না। মাদকের সঙ্গে যারা জড়িত থাকবে এবং তাদেরকে সহযোগিতা করবে সে আমার বংশের কিংবা পরিবারের হলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
সেলিম খান আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সফল শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির সহযোগিতায় এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সেলিম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করার কারণে আমি আপনাদের চেয়ারম্যান হতে পেরেছি। বিগত দিনে আপনারা যেভাবে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখলে আমি আপনাদের সকল উন্নয়ন কাজ সফলভাবে সমাপ্ত করতে পারব। যাদের জমি আছে ঘর নেই, আমি তাদেরকে ঘর করে দেব। হতদরিদ্র কোনো পরিবারে যদি উপযুক্ত মেয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। আমি আমার খরচে তার বিয়ের ব্যবস্থা করে দেব।
মো. মোজাম্মেল হক মাসুদ খান ও মো. মিজানুর রহমান খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, মো. মজিবুর রহমান খান, মোহাম্মদ আলী খান, মো. মিজানুর রহমান খান, মো. রাশেদ খান, মো. শাহাদাত খান, মো. শামীম খান, মো. মহিউদ্দিন খান, মো. লিটন খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. মোবারক হোসেন খান।
মো. মিজানুর রহমান খান, মো. জাহাঙ্গীর খান, মো. মিজানুর রহমান খান (পুরাতন বাড়ি) ও মো. বোরহান খান টেলুর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান সেলিম খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি সোনার নৌকা উপহার দেয়া হয়।
অনুষ্ঠান শেষে খান বংশের ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন : ১৪শ শিক্ষার্থীর এক বছরের বেতন পরিশোধের ঘোষণা দিলেন মো: সেলিম খান
ভয়েস টিভি/এমএইচ