Home বিশ্ব রণাঙ্গনে পুরুষ, বর সংকটে যে দেশের নারী

রণাঙ্গনে পুরুষ, বর সংকটে যে দেশের নারী

by Shohag Ferdaus
নারী

ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে অনেক পুরুষ পালিয়ে গেছেন অন্যদেশে। আবার অনেকে ব্যস্ত রণক্ষেত্রে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় নারীর হাতেই সংসারের হাল। এতে বর সংকটে জীবনসঙ্গীও পাচ্ছেন না সে দেশের নারীরা।

এমনকি দেশটিতে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে অনেক দেরিতে নারীরা বিয়ে করছেন বলে জানা গেছে। পরিবারকে সহায়তা করার জন্য অনেক নারীই ৩০ বছর পার হওয়ার আগে বিয়ে করছেন না।

সে ক্ষেত্রে অনলাইনে সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। ভার্চুয়াল মাধ্যমে প্রেমের সম্পর্কের পর অনেকেরই বিয়ে হচ্ছে।

তবে বেশির ভাগের ক্ষেত্রে ৩০ বছরের আগে বিয়ের কথা চিন্তা করা সম্ভব হচ্ছে না সে দেশের বহু নারীর। সে ক্ষেত্রে তারা পুরুষদের সঙ্গে নানা রকমের চাকরি করছেন। অনেকে দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক বিক্রির দোকানে পুরুষ কর্মীর সঙ্গে একই কাজ করছেন নারী। ৩০ পার হলেও বিয়ের ব্যাপারে ভাবতেই পারছেন না নারীরা।

আরও পড়ুন: আর্মেনীয়া-আজারবাইজান যুদ্ধ

সূত্র : আলজাজিরা

ভয়েস টিভি/এসএফ

You may also like