Home অপরাধ আবারও রিমান্ডে পুলিশের ৪ সদস্য

আবারও রিমান্ডে পুলিশের ৪ সদস্য

by Newsroom
পুলিশের ৪

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের ৪ সদস্যকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।

৬ সেপ্টেম্বর রোববার সকালে কক্সবাজার কারাগার থেকে সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে র‌্যাব’র হেফাজতে নেয়া হয় তাদের। জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম জানান, প্রথম দফায় সাত দিনের রিমান্ডে ছিলেন এই চারজন আসামি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ২৪ আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত চারদিন রিমান্ড মঞ্জুর করেছেন। সেই আলোকে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে।

এদিকে, আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।

এর আগে পুলিশের অপর তিন সদস্য ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দ দুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়।

লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এপিবিএন-এর তিন সদস্যসহ এ পর্যন্ত ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভয়েস টিভি/টিআর

You may also like