Home সারাদেশ সাতক্ষীরায় দুলাভাই হত্যার ঘটনায় পুলিশ সদস্য রিমান্ডে

সাতক্ষীরায় দুলাভাই হত্যার ঘটনায় পুলিশ সদস্য রিমান্ডে

by Newsroom

সাতক্ষীরায় দুলাভাইকে হত্যার ঘটনায় পুলিশ সদস্য (কন্সটেবল) আরিফুল ইসলামকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। ১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টার দিকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশের সাত দিনের রিমান্ড আবেদন করে।  শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ সদস্য আরিফুল ইসলাম জেলার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের মৃত. আরশাদ আলী মোড়লের ছেলে। তিনি মাগুরা জেলার শালিখা থানার হাজরাহাটি পুলিশ ক্যাম্পে কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।

সাতক্ষীরা আদালত পুলিশের ইনচার্জ অমল কুমার রায় জানান, কালিগঞ্জ থানার নীলকণ্ঠপুর গ্রামের ভাটা শ্রমিক আবিদ হোসেন বাবুর হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়ারত আলী। শুনানী শেষে বিচারক আসামী আরিফুল ইসলামকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ৩ মার্চ কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের আরশাদ আলী মোড়লের বিধবা মেয়ে দুই সন্তানের জননী সাবিনাকে বিয়ে করেন পার্শবর্তী নীলকণ্ঠপুর গ্রামের রহিম মোল্লার ছেলে আবিদ হোসেন বাবু। বিয়ের পর বাবু শ্বশুর বাড়িতেই থাকতেন।

সাম্প্রতি সাবেক স্বামীর ফারুকের ফুফাতো ভাই লাভলুর সঙ্গে অনৈতিক সম্পর্কে জাড়িয়ে পড়ে সাবিনা। এরপর ভাটা শ্রমিক বাবুর সঙ্গে সাবিনার সম্পর্কের অবনতি ঘটে। কবিননামার দেড় লাখ টাকা দিয়ে বাবুকে তালাক দেয়ার জন্যে চাপ প্রয়োগ করে আসছিল সাবিনা ও তার পরিবার।

এরই জেরে গত ৩ নভেম্বর ভোরে বাবুকে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ পুকুরের পাশে লেবু গাছের ডালে ঝুলিয়ে দেয়া হয়। এর আগে সাবিনার ভাই পুলিশ সদস্য আরিফুল গত ২৮ অক্টোবর ছয় দিনের ছুটিতে বাড়িতে আসেন।

এদিকে হত্যার দিন রাতেই নিহত আবিদ হোসেন বাবুর মা হোসনে আরা খাতুন বাদী হয়ে স্ত্রী সাবিনা, শ্যালক আরিফুল ইসলাম আরিফসহ ১০ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলায় গ্রেফতার সাবিনা ৪ নভেম্বর আদালতে বাবু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। একই সঙ্গে জবানবন্দিতে তার ভাই পুলিশ সদস্য আরিফসহ জড়িতদের নাম উল্লেখ করে। এরপর পুলিশ সদস্য আরিফুলকে কর্মস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়ারত আলী জানান, পুলিশ সদস্য আরিফকে কর্মস্থল থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বলে শুনেছি। আদালতের আদেশ হাতে পাওয়ার পর রিমান্ডের জন্যে তাকে থানা হেফাজতে নেয়া হবে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোওয়ার হোসেন বলেন, পরিকল্পিতভাবে পরিবারের সদস্যরা মিলে আবিদ হোসেন বাবুকে হত্যা করে। হত্যা মামলায় তার স্ত্রী ও শ্যালককে গ্রেফতার করা হয়েছে।  বাকি আসামিদেরও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like