Home সারাদেশ ময়মনসিংহে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

ময়মনসিংহে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

by Newsroom
ছাত্রীর সঙ্গে

ময়মনসিংহে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার মশাখালি ইউনিয়নের মুখী গ্রামের আছর আলীর ছেলে সোহাগ মিয়া (৩০), পোড়াবাড়িয়া গ্রামের সেলিম শেখের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী মানসুরা (২৫), উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের ফুলবাসিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমুন নাহার বাসনা (৪৫) ও ফুলবাড়িয়ার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে সোহাগী আক্তার (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহাগ মিয়া স্থানীয় মুখী বাজারে স্টিলের ট্রাংক-স্যুটকেস তৈরির ব্যবসা করতেন। সকালে তিনি মোটরসাইকেলে ত্রিশাল উপজেলার ধলা বাজার থেকে ফেরার পথে গফরগাঁও উপজেলার বারাবাড়িয়া ইউনিয়নের চারিপাড়ায় বালুবোঝাই ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা
দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা চালকসহ ট্রাক আটক করে থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

একই উপজেলার পোড়াবাড়িয়া থেকে জান্নাতুল ফেরদৌসী মানসুরা (২৫) নামে এক অন্তঃসত্তা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতুল উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম শেখের স্ত্রী। সকালে বাড়ির লোকজন বসতঘরের খাটের ওপর গৃহবধূর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, ওই গৃহবধূর গলায় দাগের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী-শাশুড়ি পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকালে একই উপজেলার পিঠাগুড়ি রেল ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুন নাহার বাসনা নামের এক নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই নারী ডায়াবেটিকসের রোগী হওয়ায় প্রতিদিন ভোরবেলা হাটাহাটি করতেন। আজও সকালে রেললাইন ধরে হাটতে গেলে পিঠাগুড়ি রেলব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ বলেন, ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ-বালুঘাট বাজার সড়কের তেজপাটুলী পাঞ্জুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী আক্তার (৭) উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, নিহত শিশু সোহাগী তার মায়ের সঙ্গে তার নানার বাড়িতে এসেছিল। নানার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোচালককে আটক করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like