Home সারাদেশ জয়পুরহাটে পৃথক অভিযানে অস্ত্র ও গাঁজাসহ চারজন আটক

জয়পুরহাটে পৃথক অভিযানে অস্ত্র ও গাঁজাসহ চারজন আটক

by Newsroom

জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব। ২০ জানুয়ারি বুধবার দিবাগত রাতে জেলার দুটি স্থানে অভিযান চালিযে এসব উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল রাত ৯টার দিকে সদর উপজেলার ভাদসা বাজারে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, চার রাইন্ড গুলি, একটি মোটর সাইকেল ও কয়েকটি মোবাইল ফোনসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

তারা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের নৃপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে সুব্রত কুমার ও ধঞ্জয় গ্রামের গোলাম রব্বানীর ছেলে বায়েজিদ হোসেন।

এদিকে রাত সাড়ে ৭টার দিকে র‌্যাবের আরেকটি দল ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে ২৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, চার হাজার ৪৫০ টাকা নগদ অর্থসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

তারা হলেন, বগুড়া জেলার আদম দিঘি উপজেলার বাচ্চু সরদারের ছেলে ইমরান ও এনামুল ইসলাম। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like