Home সারাদেশ নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

by Shohag Ferdaus
নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

৪ মে মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজার সংলগ্ন উকিল সড়কে ভ্যানে বালু উঠানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ বালুর ভ্যানটিকে সজোরে আঘাত করে।

এতে ৪ জন গুরুতর আহত হয়। পরে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অন্যজনকে ঢাকায় নেয়ার পথে দুইজনই মারা যায়। অন্য দুইজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নিহতরা হলেন, আব্দুল আল মামুন ও মো. নুর নবী।

অপরদিকে, সকালে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার মোহাম্মদপপুর ইউনিয়নের গোপাল পুকুরের সামনে দুর্ঘটনায় আবু সায়ীদ শাহিন (৩১) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

নিহত শাহিন সেনবাগ পৌরসভার অট্রধোন এলাকার আতর আলী হাজী বাড়ির আবদুর রবের ছেলে এবং উপজেলার সেবারহাট বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী শাহিন সেনবাগ পৌরসভা এলাকা থেকে সেবারহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে নোয়াখালীগামী একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছন।

ভয়েস টিভি/এসএফ

You may also like