Home অর্থনীতি ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

by Newsroom
পেঁয়াজের দাম

আবারও পেঁয়াজের বাজারে আগুন। গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে দেশের বাজারে হু হু করে দাম বেড়ে ২৫০ টাকা কেজি পর্যন্ত উঠে। এবার আবারও দেশের বাজারে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে পেঁয়াজের দাম। তিন দিনে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৩০ টাকা।

ফলে আরও দাম বাড়তে ভেবে বাজার থেকে বাড়তি পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। বাজার ঘুরে এমন আভাসই পাওয়া গেছে।

এক বিক্রেতা জানিয়েছেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। শুক্রবার প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ টাকা বাড়লেও শনিবার বাড়ে ১৫ টাকা এবং রোববার কেজিতে আরও ৫ টাকা বাড়ে। তবে সোমবার নতুন করে পেঁয়াজের দাম বাড়েনি।

ক্রেতারা জানান, শুক্রবারের আগে ৪০-৪৫ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ কিনলেও তা এখন ৬৫-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে আমদানি করা পেঁয়াজের কেজি শুক্রবারের আগে ছিল ২৫-৩০ টাকার মধ্যে। এখন তা ৬০ টাকা হয়েছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারতে বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হয়েছে এবং দাম বেড়েছে। তাই দেশের বাজারে এর প্রভাব পড়েছে। তাই মানুষ এখনি প্রয়োজনের বেশি পরিমাণে পেঁয়াজ কিনতে শুরু করেছে।

এক ক্রেতা জানান, এর আগে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ করে কিনতে হয়েছে। আবরও এমন দুর্ভোগ থেকে বাঁচতে প্রয়োজনের বেশি পেঁয়াজ কিনতে হচ্ছে।

খুব দ্রুত পদক্ষেপ না নিলে আবার পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়তে পারে। ইতিমধ্যে কেজিতে ৩০ টাকা বেড়েছে।

অবশ্য কিছুটা স্বস্তির খবর দিয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বলেন, আমরা পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়ে যথেষ্ট সচেতন। গতবারের মতো এবার পরিস্থিতি সৃষ্টির কোনো আশঙ্কা নেই। এছাড়া আগামী সপ্তাহ থেকে নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

ভয়েস টিভি/টিআর

You may also like