Home অর্থনীতি এক রাতেই পেঁয়াজের বাজারে অস্থিরতা

এক রাতেই পেঁয়াজের বাজারে অস্থিরতা

by Newsroom
পেঁয়াজ

হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় এক রাতেই বাংলাদেশের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রকারভেদে প্রতি কেজিতে পেঁয়াজে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

অনেক দোকানেই পেঁয়াজ কিনতে এসে শূন্য হাতে ফিরে যেতে দেখা গেছে ক্রেতাদের। সকালে রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

গতকাল সোমবার সকাল থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে এ অস্থিরতা তৈরি হয়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, সকাল থেকে প্রচুর ক্রেতা দোকানে ভিড় করেছেন পেঁয়াজ কেনার জন্য। তবে বেশ কিছু দোকানেই পেঁয়াজ না পেয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে ক্রেতাদের।

খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম কমে গেলে তারাও পেঁয়াজের দাম কমিয়ে দেবেন। তবে এই মুহূর্তে দাম কমার কোনো সম্ভাবনা নেই।

বাজার করতে আসা এ ক্রেতা বলছেন, গতকাল সকালে যে পেঁয়ািজের কেজি ৭০ টাকা ছিলো আজ মঙ্গলবার সকালে সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৮০ টাকা করে। হয়তো দাম আরও বেড়ে যাবে তাই একটু বেশি দাম দিয়ে হলেও কিছুটা বেশি করে পেঁয়াজ কিনে রাখলাম।

আরেক ক্রেতা অভিযোগ করে বলেন, ব্যবসায়িদের আগের কেনা পেঁয়াজ কি এক রাতেই শেষ হয়ে গেছে। তাদের কি নতুন করে বেশি দামে পেঁয়াজ আমদানি করতে হয়েছে। তাহলে কেন ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা প্রকারভেদে কেজিপ্রতি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছেন। এসব দেখার কি কেউ নেই।

এদিকে ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম ভয়েস টিভিকে জানান, গতকাল সোমবার হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।

বন্ধের কারণ হিসেবে তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে গেলে দাম নির্ধারণ করে দেয় ন্যাপেট নামের একটি সংস্থা। বর্তমানে একটন পেঁয়াজের রেট চলছিল ৩০০ ডলার। সেটি সম্ভবত বাড়িয়ে ৫০০ বা ৭০০ ডলার নির্ধারণ করবে। সেই কারণেই হয়তো পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।

ভয়েস টিভি/টিআর

You may also like