Home অর্থনীতি পঁচা পেঁয়াজে ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা

পঁচা পেঁয়াজে ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা

by Newsroom
পেঁয়াজে ক্ষতিগ্রস্ত

আবারও পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত ! রোববার বিকেল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে গতকাল দেশে আসা পেঁয়াজের বেশির ভাগ নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ২০ সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজের কোন ট্রাক প্রবেশ করেনি। তবে অন্যান্য মালামাল আমদানি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর শুক্রবার একটি নোটিফিকেশন জারি করা হয়। সেখানে বলা হয় ১৩ সেপ্টেম্বরের টেন্ডার হওয়া পেঁয়াজগুলো তারা রফতানি করবে। সেই মোতাবেক অনুমতি দেয়ায় গতকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ১১টি ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। তাও ট্রাকে থাকা অধিকাংশ পেঁয়াজই পচে পানি ঝরছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পেঁয়াজ আমদানিকারকরা।

তিনি আরও বলেন, হিলি দিয়ে প্রবেশের অপেক্ষায় ভারতের অভ্যন্তরে বিভিন্ন সড়কে প্রায় ২০০ ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এছাড়া যে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য আমাদের এলসি দেয়া রয়েছে তার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এগুলোর বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে বা কী করবে তা নিয়ে আমরা শঙ্কিত।

আরও পড়ুন: হিলিতে ১০ হাজার মে.টন পেঁয়াজ এলসি করে বিপাকে আমদানিকারকরা

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শাহিনুর ইসলাম জানান, ৫ দিন ধরে পেঁয়াজ গুলো সীমান্তের ওপারে আটকা পরে থাকায় এবং দেশে প্রবেশ করতে না পারায় অতিমাত্রার গরম ও বৃষ্টিতে ভিজে পেঁয়াজ গুলো পঁচে নষ্ট হয়ে গেছে। প্রতি ট্রাকের ৭৫ শতাংশ পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে গেছে। এতে করে আমাদের প্রায় অর্ধ কোটি টাকা লোকশান গুনতে হবে।

এছাড়াও তিনি জানান, শনিবার আমদানি হওয়া পঁচা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন তারা। প্রকার ভেদে এসব পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ২৫ থেকে ৪০ টাকা প্রতি কেজি দরে। অতিরিক্ত পঁচে যাওয়া পেঁয়াজ ৫০ কেজি বস্তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়।

এদিকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা একাধিক আমদানিকারকের সাথে কথা বলে জানা গেছে, ১৪ ও ১৫ তারিখের রফতানি অনুমতি পাওয়া পেঁয়াজ আগামীকাল সোমবার হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দেশে আমদানি হতে পারে।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম বলছেন, হিলিতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like