Home অর্থনীতি হিলিতে ১০ হাজার মে.টন পেঁয়াজ এলসি করে বিপাকে আমদানিকারকরা

হিলিতে ১০ হাজার মে.টন পেঁয়াজ এলসি করে বিপাকে আমদানিকারকরা

by Newsroom
পেঁয়াজ এলসি

হিলি স্থলবন্দরে প্রায় ১০ হাজার মেট্রিকটন পেঁয়াজের এলসি জমা হলেও ভারত থেকে পেঁয়াজ না দেয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার অযুহাতে ভারতের হঠকারী সিদ্ধান্তের কারণে সোমবার থেকে হিলি স্থলবন্দরসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

এতে করে বিপাকে পড়েছে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। ঋণপত্র খুলেও ভারত থেকে পেঁয়াজ না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। ভারতের এই হঠকারী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের।

এ বিষয়ে হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন ভয়েস টিভিকে বলেন, আমরা ভারত থেকে পর্যান্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করছিলাম। কিন্তু ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম উদ্ধগতির বাহানা দিয়ে পূর্ব নির্দেশনা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। এতে করে বন্দরে প্রায় ১০ হাজার মেট্রিকটন পেঁয়াজের এলসি জমা দেয়া হলেও তা দিচ্ছেনা ভারত। এলসি জমা দেয়া পেঁয়াজ আমদানি করতে না পারলে আমদানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলেও জানান তিনি।

পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম ভয়েস টিভিকে জানান, ভারত সরকার পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সোমবার হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে করে আমরা লোকসানের মুখে পড়েছি। যেসব পেঁয়ার আমদানির জন্য আমরা এলসি জমা দিয়েছি সেই পেঁয়াজগুলো যেন আমদানি করতে পারি তার ব্যবস্থা যেন সরকার গ্রহণ করেন। এই একটাই আমাদের চাওয়া।

এদিকে দেশে পেঁয়াজ আমাদানি বন্ধের খবর আবারো অস্থির হয়ে উঠেছে বন্দরের পেঁয়াজের মোকাম। হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে পেয়াজের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। ৩৫ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। এঅবস্থায় বাজার মনিটরিংয়ের দাবি আমদানি কারকদের।

হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া বিভিন্ন অঞ্চল থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যপারিরাও পড়েছে চড়ম বিপাকে। অনেককে অর্থ অভাবে পেঁয়াজ না কিনে বাড়ি ফিরতে হচ্ছে।

বন্দরের ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করলেও মিশর, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমাদানির ঋণপত্র ইতোমধ্যে খোলা হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ কিনতে আসা আফজাল হোসেন ব্যাপারী ভয়েস টিভিকে জানান, গত সোমবারে ৩৫ থেকে ৪০ টাকায় পেঁয়াজ কিনেছি। ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় আজ প্রকারভেদে ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলাম। এখন জানিনা পেঁয়াজ নিয়ে যাওয়ার পরে লোকসান হয় না-কি।

ভয়েস টিভি/টিআর

You may also like