Home সারাদেশ পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই

পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই

by Mesbah Mukul

ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকার সাবরিনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচারের পর পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই দিয়েছেন চিকিৎসক। ফলে পেটে মারাত্মক যন্ত্রনা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই প্রসূতি। স্বজনরা অভিযোগ করেন, ‘প্রশাসনের একাধিক স্থানে বলেও কোন সুফল মেলেনি।’ তবে জেলা সিভিল সার্জন জানান, ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গৃহবধূ সাবরিনা আক্তার প্রসব বেদনা নিয়ে গত ৪ নভেম্বর শহরের ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। একপর্যায় চিকিৎসক সায়রা শরিফা শিল্পির পরামর্শে সিজার করা হয়। এর কয়েকদিন পর তার পেটে তীব্র ব্যাথা ওঠে। পরে দ্রুত আল্ট্রাসনোগ্রাফি করলে সেখানে ধরা পড়ে প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রয়েছে। যা চিকিৎসক পেটে রেখেই সেলাই দিয়েছেন। যার কারণে প্রসূতির জ্বর, তীব্র পেট ব্যথা, সেলাই স্থান পঁচে পূজ বের হওয়াসহ প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। এ অবস্থায় চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

এ ঘটনায় একটি লিখিত অভিযোগ এসেছে স্বাস্থ্যবিভাগের কাছে। ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

এ ব্যাপারে চিকিৎসক সায়রা শিল্পির মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী পরিবার জানান, প্রশাসন যেন এ ব্যাপারে সঠিক তদন্ত ও দ্রুত বিচার কার্যকরের পদক্ষেপ নেয়।

আরও পড়ুন : ‘ভুল চিকিৎসায়’ দৃষ্টিশক্তি হারালো প্রসূতি

ভয়েসটিভি/এমএম

You may also like