Home বিশ্ব সমুদ্রগর্ভের বিস্ময়কর প্রাণী ‘পেনিস ফিশ’

সমুদ্রগর্ভের বিস্ময়কর প্রাণী ‘পেনিস ফিশ’

by Shohag Ferdaus
পেনিস

বলা হয় মহাকাশের অসীম শূন্যতায় যে রহস্য লুকিয়ে আছে, তার থেকে কিছু কম বিস্ময়কর নয় সমুদ্রের তলদেশের আশ্চর্য জগৎ। কত যে বিচিত্র প্রাণী ও উদ্ভিদ লুকিয়ে রয়েছে এখানে তার ইয়ত্তা নেই। যারা নিয়মিত সমুদ্রের নিচে যান মাঝে মাঝে তেমনই দুর্লভ সব জীবের দেখা পান তারা।

সম্প্রতি আটচল্লিশ বছর বয়সি জোসি জোন্স নামে এক নারী অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের রাই ফ্রন্ট সৈকত সংলগ্ন সমুদ্রের তলদেশে দেখা পেয়েছেন অদ্ভুতদর্শন প্রাণীর। যার নাম ‘পেনিস ফিশ’। দেখতেও মানুষের পুরুষাঙ্গের মতোই।

জোসি বলেন, আমি গত ১০ বছর ধরে সৈকত সাফ করে আসছি। আর দেখেছি এর ফলে পানিও কত পরিষ্কার হয়ে যায়। এতে পানির তলার এই বাসিন্দারা আরও বেশি পরিচ্ছন্ন পরিবেশে বাঁচতে পারে। আমি পানির নিচে গিয়ে ছবি তুলে সেখানকার পরিবেশের একটা হিসেব রাখি। এবার তা করতে গিয়েই দেখা পেলাম এই পেনিস ফিশের।

সমুদ্রগর্ভের এই প্রাণীটিকে বিজ্ঞানীদের কাছে প্রায়াপুলিডা হিসেবে পরিচিত। সমুদ্রের একেবারে গভীরে এদের বাস। মাটির তলায় গর্ত খুঁড়ে গভীরে চলে যায় এরা।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঝড়ের কবলে বাসা থেকে বেরিয়ে এসেছে এই পেনিস ফিশ। তাই তার দেখা মিলেছে। গত বছর ক্যালিফোর্নিয়ার এক সৈকতেও দেখা মিলেছিল এ প্রাণীটির।

ভয়েস টিভি/এসএফ

You may also like