পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেটে ৩৮৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ ৫৫ ও সিমোন হারমার ৩ রান নিয়ে ক্রিজে আছেন।
বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
প্রথম দিনের ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে শনিবার খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কাইল ভিরান্নে ১০ ও উইয়ান মুল্ডার শূন্য রানে ব্যাটিংয়ের সূচনা করেন। তবে দলীয় ৩০০ রানে ফিরে যান ভিরান্নে। তাকে শিকার বানান খালেদ আহমেদ।
তবে এরপর বাধা হয়ে দাঁড়ান মহারাজ। মুল্ডারকে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন তিনি। দুজনই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন। এতে দিশেহারা হয়ে পড়েন টাইগার বোলাররা। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন মহারাজ।
কিন্তু এরপরই খেই হারান মুল্ডার। ব্যক্তিগত ৩৩ রানে তাইজুল ইসলামের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তিনি। এর খানিক পরই প্রথম সেশনের খেলা শেষ হয়।
২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।