Home সারাদেশ ৮ মাস পর অপহৃত নারী পোশাককর্মী উদ্ধার

৮ মাস পর অপহৃত নারী পোশাককর্মী উদ্ধার

by Shohag Ferdaus
নারী পোশাককর্মী

দীর্ঘ আট মাস ২২ দিন পর গাজীপুরের শিবিরচালা থেকে অপহৃত এক নারী পোশাককর্মীকে উদ্ধার করেছে পিবিআই। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে তাকে উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অপহরণ ঘটনার মামলা সূত্রে জানা যায়, ত্রিশাল থানাধীন কনজ্যুমার গার্মেন্টসে চাকরি করতেন ফাহিমা আক্তার (১৭)। কর্মস্থলে আসা যাওয়ার সময় আরিফ মিয়া (২৫) নামের একজন তাকে কুপ্রস্তাব দিত। ফাহিমা আক্তার আরিফের কথায় রাজি না হওয়ায় চলতি বছরের পহেলা জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে কনজ্যুমার গার্মেন্টসের সামনে থেকে ফাহিমাকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃত পোশাককর্মীর মা খোদেজা খাতুন (৪৫) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আদালতের নির্দেশে গত ১৮ জুন মামলাটি তদন্তের দায়িত্ব পায় ময়মনসিংহ পিবিআই। ঘটনা তদন্তে তথ্যপ্রযুক্তির সাহায্যে গাজীপুর জেলা সদরের শিবিরচালা প্যানটেক্স মোড় থেকে ফাহিমাকে উদ্ধার করা হয়। ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like