Home সারাদেশ গাজীপুরে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

by Newsroom
আত্মহত্যা

গাজীপুর মহানগরের মোগরখাল এলাকা থেকে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে এটি উদ্ধার করে মেট্রোপলিটন বাসন থানা পুলিশ।

নিহত শাবানা বেগম (৩০) রংপুরের পীরগঞ্জ থানার চেকনাপাড়া এলাকার মোকাব্বিরুল ইসলামের স্ত্রী।

বাসন থানার উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, নগরীর মোগরখাল এলাকার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন গার্মেন্টস কর্মী শাবানা বেগম। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অন্য ভাড়াটিয়ারা ডাকাডাকি করে। এসময় জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like