Home সারাদেশ আশুলিয়ায় পোশাক শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় পোশাক শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার, আটক ১

by Newsroom
ছাত্রীর সঙ্গে

সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১০ দিন পর একটি জঙ্গল থেকে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

২২ নভেম্বর রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল মিয়া (১৯) আশুলিয়ার পলমল পোশাক কারখানায় চাকরি করতো বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায় নি। আটক সজিব বগুড়া জেলার শাহজাদপুর থানার দুরুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম জানান, গত ১০ দিন আগে সোহেল মিয়া নিখোঁজ হলে তার ভাই আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তদন্তে নেমে আশুলিয়ার টঙ্গাবাড়ির একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় সজিব মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। সজিবসহ দুজন মিলে সোহেলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like