Home সারাদেশ স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার খুলে নেয়ার অভিযোগ

স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার খুলে নেয়ার অভিযোগ

by Newsroom
অনির্দিষ্টকালের

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রচারপ্রচারণার সাথে সাথে চলছে একে অপরের উপর নানা দোষারোপ। ক্ষমতাসীন দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী অফিস ভাংচুর, পোষ্টার খুলে ফেলা, মারপিটের অভিযোগ উঠেছে।

জানা গেছে, আগামি ২০ অক্টোবর ভাঙ্গুড়া সদর ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সদরে চারজন ও মন্ডতোষ ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে প্রতিদ্বন্দ্বিসহ কর্মী-সমর্থকরা ব্যাপক প্রচারপ্রচারণায় মেতে উঠেছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের ব্যানার রাতের আধারে খুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রার্থীরা সোমবার রাতেই থানায় মৌখিক অভিযোগ করেছেন।

চেয়ারম্যান আব্দুর রশিদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অভিযোগ করে বলেন,  ইউনিয়নের মন্ডতোষ গ্রামের বাসিন্দা আফসার আলী মাস্টার আওয়ামী লীগের প্রার্থী। তাই ওই গ্রাম থেকে কেউ প্রকাশ্যে অন্য প্রার্থীর নির্বাচন করতে সাহস পাচ্ছে না। এ কারণে নিজস্ব কর্মী দিয়ে ওই গ্রামে গত কয়েকদিন ধরে পোস্টার টানিয়ে দিয়েছি। কিন্তু গত দুই দিন ধরে রাতের আঁধারে দড়িতে ঝুলানো পোষ্টার উধাও করে দিচ্ছে। এ বিষয়ে ওই এলাকার কেউ মুখ খুলছে না। বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়েছি।

একই অভিযোগ করেন অপর স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া মার্কা) নুর ইসলাম মিন্টু। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফসার আলীর লোকজন অন্য প্রার্থীদের পোস্টার মন্ডতোষসহ তার প্রভাবিত এলাকায় লাগাতে দিচ্ছে না। পোস্টার লাগালেও লোকজন দিয়ে তা খুলে নেয়া হচ্ছে। এতে নির্বাচনের সাধারণ পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ভাঙ্গুড়া থানার এএসআই কামরুজ্জামান বলেন, প্রার্থীদের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। পোস্টার ছিঁড়ে ফেলার আলামত পাওয়া যায়নি। তবে কেউ দড়িতে লাগানো পোস্টার খুলে নিয়ে গেলে আমাদের বোঝার উপায় নেই। এরপরও সহিংসতা এড়াতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like