Home বিশ্ব করোনায় মৃত্যু পৌনে ১৬ লাখ

করোনায় মৃত্যু পৌনে ১৬ লাখ

by Shohag Ferdaus
করোনায় মৃত্যু

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ মহামারি ভাইরাসটিতে মৃতের সংখ্যা ইতোমধ্যে পৌনে ১৬ লাখে পৌঁছেছে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৩৯৪ জন মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬২১ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৮৭ জন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৮ লাখ ২০ হাজার ৭২ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৬২ হাজার ৩২৬ জন। এর মধ্যে এক লাখ ৪১ হাজার ৭৩৫ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ভয়েস টিভি/এসএফ

You may also like