Home সারাদেশ আদিতমারীতে প্রণোদনার বীজ বিক্রির দায়ে জরিমানা

আদিতমারীতে প্রণোদনার বীজ বিক্রির দায়ে জরিমানা

by Newsroom
প্রণোদনার

লালমনিরহাটের আদিতমারীতে কৃষি প্রণোদনার সরকারি বীজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, বিগত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে উপজেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও প্রদর্শনী হিসেবে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কিছু অসাধু ব্যাক্তি এসব বীজ ও সার নিজে বপন না করে কালোবাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন।

এমন একটি গোপন খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাতাপাড়া বাজারে বিএডিসি বীজ পরিবেশক আমিনুর রহমানের দোকানে কৃষি প্রনোদনার ১৫ ব্যাগ ধান বীজ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাপ্টিবাড়ি বাজারের আতিকুল ইসলামের দোকানে চার ব্যাগ ধান ও আট ব্যাগ ভুট্টার বীজ রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রণোদনার এসব বীজ বিক্রেতা কৃষকদের মাঝে ফেরৎ দিয়ে তার তালিকা কৃষি অফিসে জমা দিতে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপজেলা কৃষি অফিসার আলীনুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার হোসাইন মো. এরশাদ ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার এমএম জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কুড়িগ্রামের রৌমারীতে গম বীজ আটক

ভয়েস টিভি/এমএইচ

You may also like