Home সারাদেশ সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজন আটক

সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজন আটক

by Newsroom

সরকার দলীয় উচ্চপর্যায়ের নেতাদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয় থেকে আটকের বিষয়টি জানানো হয়।

আটক নুরুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে ২০ জনের নিকট থেকে সরকারি চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসিন আলম চৌধুরী জানান, নুরুল ইসলাম সরকার দলীয় উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে ছবি তুলে তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি চাকুরির প্রলোভন দেখিয়ে মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

আরও পড়ুন: খালেদাকে ফের কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে: তথ্যমন্ত্রী

আমাদের হাতে এমন ২০টি লিখিত অভিযোগ রয়েছে। টাকা হাতিয়ে নিয়ে গোপালগঞ্জে পলাতক ছিলেন। গোপন সংবাদে আজ ভোরে তাকে আটক করে সাতক্ষীরায় আনা হয়। তার বিরুদ্ধে আগের দুটি প্রতারণার মামলাও রয়েছে। নুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like