Home রাজনীতি আঘাত এসেছে প্রতিঘাত করবই: হানিফ

আঘাত এসেছে প্রতিঘাত করবই: হানিফ

by Shohag Ferdaus
হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে। ধর্মের দোহাই দিয়ে যারা ভাঙচুর করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। যারা হামলার শিকার হয়েছেন তারা মামলা করুন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আঘাত এসেছে প্রতিঘাত করবই।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলামের এমন তাণ্ডব অরাজকতা মেনে নেয়া যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত সমর্থকদের তাণ্ডব ও সহিংসতায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতি দেখতে কেন্দ্রীয় আওয়ামী গীগের প্রতিনিধি দল ৭ এপ্রিল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত।

ভয়েস টিভি/এসএফ

You may also like