Home সারাদেশ অনলাইন ক্লাস সব প্রতিবন্ধী শিক্ষার্থীর উপযোগী নয়

অনলাইন ক্লাস সব প্রতিবন্ধী শিক্ষার্থীর উপযোগী নয়

by Shohag Ferdaus
প্রতিবন্ধী

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন-জীবিকার উপর কোভিড-১৯ এর প্রভাব: গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজন করে।

আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা মূল প্রবন্ধ উপস্থাপনে করেন।

প্রবন্ধে তিনি প্রতিবন্ধীদের সমস্যা সম্পর্কে উল্লেখ করেন, কোভিড-১৯ এ আক্রান্ত, সুস্থ ও মৃত্যু সম্পর্কিত তথ্যে প্রতিবন্ধীদের কোনো পরিসংখ্যান থাকে না। প্রতিবন্ধীরা করোনার কারণে সাধারণ চিকিৎসাসেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন; বিশেষ চিকিৎসা সেবা যেমন-থেরাপি সেবাও নিতে পারছেন না। করোনা বিষয়ক সেবা দিতে যে হটলাইন চালু রয়েছে তা সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তি নিতে পারছেন না।

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে; অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকলেও তা সব ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীর উপযোগী নয়। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রতিবন্ধীদের অনেকেই চাকরি হারিয়েছেন, যারা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত তাদের অনেকেরই ব্যবসা পুঁজির অভাবে বন্ধ রয়েছে, প্রতিবন্ধীদের কার্ড না থাকার কারণে অনেক প্রতিবন্ধী ব্যক্তি করোনাকালে সরকারি সুযোগ-সুবিধা যেমন-খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা পাচ্ছে না। কোভিড-১৯ সংক্রান্ত সরকারি সকল তথ্য তারা জানতে পারছেন না।

সমস্যা উত্তরণে করণীয় সম্পর্কে বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রতিবন্ধীদের জন্য আলাদা কর্মপরিকল্পনা করা এবং জরিপের আওতায় আসা। প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করা। আগামী বাজেটে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ, গুরুতর প্রতিবন্ধীদের কোভিড-১৯ পরীক্ষার নমুনা বাসা থেকে সংগ্রহ, সেবা দিতে তাদের জন্য আলাদা হটলাইন চালু করতে হবে। কোভিড-১৯ বিষয়ে সরকার ৩৭টি গাইডলাইন ও নির্দেশিকা প্রণয়ন করেছে তা সব ধরনের প্রতিবন্ধীর জন্য অ্যাকসিসিবল করা।

এছাড়াও কোভিড-১৯ মোকাবিলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা প্রয়োজন। সরকারি-বেসরকারি সমন্বয়ও খুবই জরুরি এবং কোভিড-১৯ বিষয়ে উন্নয়ন সংস্থাগুলো কর্তৃক অর্থায়নকৃত সকল প্রকল্পে প্রতিবন্ধীদের বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

অনুষ্ঠানে ঢাকা থেকে বাসস’র সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, দৈনিক যায়যায়দিনের আরিফ আহমেদ সিদ্দিকী, বিজয় টিভির প্রবীর সাহা, আমাদের সময়ের সুশান্ত কুমার সরকার, বান্দরবান, পাবনা, রংপুর, ধামরাই থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রতীক মহিলা ও শিশু সংস্থা, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার নির্বাহী প্রধানরা এই ভার্চুয়াল সভায় অংশ নেন।

আরও পড়ুন: সংগঠনের সব সদস্যরাই যখন প্রতিবন্ধী

ভয়েস টিভি/এসএফ

You may also like