Home খেলার খবর মুজিববর্ষ উপলক্ষ্যে কিশোরগঞ্জে ভলিবল প্রতিযোগিতা

মুজিববর্ষ উপলক্ষ্যে কিশোরগঞ্জে ভলিবল প্রতিযোগিতা

by Newsroom
প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজ।

কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন শাহ এবং স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্র্মকর্তা আবুল হাশেম।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম জানান, একই অনুষ্ঠানে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশ নেয়া তিনটি প্রতিষ্ঠানের ৩৪ জনকে সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন : বাংলাবান্ধা থেকে শুরু হলো সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন

ভয়েস টিভি/এমএইচ

You may also like