Home ভ্রমণ বিশ্ব পর্যটন দিবসে ব্র্যান্ডিং বাংলাদেশের ভিডিও প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবসে ব্র্যান্ডিং বাংলাদেশের ভিডিও প্রতিযোগিতা

by Shohag Ferdaus
বাংলাদেশ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ভিডিও নির্মাণ প্রতিযোগিতা ২০২০’ এর আয়োজন করেছে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’। দেশ ও বিদেশের যে কোনো স্থান থেকে আগ্রহীরা পর্যটন শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যবাহী স্থান ও নিদর্শন নিয়ে ভিডিও তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পর্যটন নিয়ে ভিডিও তৈরির এ প্রতিযোগিতা দেশের পর্যটন শিল্পকে আরও উন্নত ও গতিশীল করবে বলে মনে করেন পর্যটনের সঙ্গে সম্পৃক্ত মহল।

ভার্চুয়ালি এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম ডেভলপারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজাদ মিলন, বাংলাদেশ ট্রাভেল রাইডারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান উজ্জ্বল, কে.কে.কে প্রোমোশনের কম্পিটিশন ম্যানেজম্যান্ট ডাইরেক্টর অ্যান্ড সিইও আরিফ আমান ভূঁইয়া, ব্র্যান্ডিং বাংলাদেশের ফাউন্ডার অ্যান্ড প্রোমোটার শামছ শাহিন, কো ফাউন্ডার জাহান বাদশা, টিভি অনুষ্ঠান প্রযোজক ওনুর ক্রিয়েশনের চেয়ারম্যান তওহীদ অন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা পর্যটন শিল্পে সরকারের বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বলেন, দেশের সংবাদ ও প্রচার মাধ্যম বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা, সমৃদ্ধি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ব্র্যান্ডিং বাংলাদেশের সকল উদ্যেগ। প্রতিযোগিদের ভালোবাসা ও আন্তরিক সহযোগিতায় ব্র্যান্ডিং বাংলাদেশের অগ্রগতিকে আরও বেগবান করবে বলে মনে করছেন আয়োজকরা।

ব্র্যান্ডিং বাংলাদেশের কো-ফাউন্ডার জাহান বাদশা বলেন, সুদক্ষ ও প্রশিক্ষিত জনবল ও ট্যুরিজম সম্ভাবনাময় অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে বাংলাদেশের প্রতিটা জেলাই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

সংগঠনের ফাউন্ডার কাতার প্রবাসী উদ্যোক্তা শামস শাহিন বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে একটা সময় বাংলাদেশের পর্যটন শিল্প, গার্মেন্টস শিল্পের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় হয়ে উঠবে। যা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক ভুমিকা রাখতে পারে।

ব্র্যান্ডিং বাংলাদেশ আয়োজিত পর্যটন শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যবাহী স্থান ও নিদর্শন নিয়ে ১ থেকে ৫ মিনিটের ভিডিও তৈরি করে ব্র্যান্ডিং বাংলাদেশের ফেসবুক পেজে আপলোড করতে হবে।

ভিডিওর বিষয়গুলো নিম্নে দেওয়া হলো, নিজ নিজ অঞ্চলের দর্শনীয় স্থান, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি।

২৬ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like