Home খেলার খবর প্রথম ওভারেই ফিরলেন লিটন

প্রথম ওভারেই ফিরলেন লিটন

by Amir Shohel

সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন ওপেনার লিটন দাস। বাংলাদেশ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে।

অধিনায়ক তামিম ইকবাল ৯ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী নাজমুল হোসাইন শান্ত খেলছেন ১৫ রান করে। লিটন দাস কোন রান না করেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে গেছেন।

মিরপুরে শুরুর দুই ম্যাচের একটিতে টস জেতে বাংলাদেশ। হারে একটিতে। তবে দুই ম্যাচেই পরে ব্যাটিং করে সহজ জয় তুলে নেয়। চট্টগ্রামে তাই টস হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে ব্যাটিং পরীক্ষা দিতে হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ম্যাচগুলোতে পরে ব্যাটিং করা দলই বেশি জিতেছে। তবে ধবলধোলাই লক্ষ্য ধরে নামা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে শিশিরের বিরুদ্ধে বল করে জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। ভাঙতে হবে ধারা।

সেই চ্যালেঞ্জ জয় করতে পেস বোলিং বিভাগে এসেছে দুই পরিবর্তন। রুবেল হোসেন ও হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, কেজর্ন ওটলি, জাহমার হ্যামিলটন, জেসন মোহাম্মদ, কাইল মায়ার্স, এনকুরুমা বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিওন হার্ডিং, আলজারি জোসেপ, আকিল হোসেন।

ভয়েসটিভি/এএস

You may also like