Home বিশ্ব প্রথম দেশ হিসেবে করোনার চতুর্থ ডোজ টিকা দেবে ইসরায়েল

প্রথম দেশ হিসেবে করোনার চতুর্থ ডোজ টিকা দেবে ইসরায়েল

by Amir Shohel

 

বিশ্বজুড়ে বুস্টার ডোজ বা করোনার তৃতীয় ডোজ টিকা নিয়ে আলোচনা হলেও অন্যদের চেয়ে এগিয়ে আছে ইসরায়েল।

নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমণের আরেকটি ঢেউ মোকাবিলার প্রস্তুতি নেওয়া দেশটি জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে কভিড-১৯ টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল।

বিবিসি জানিয়েছে, মহামারি বিশেষজ্ঞরা দেশটির স্বাস্থ্য কর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেলের এই প্রস্তাবকে দ্রুত স্বাগত জানান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

তিনি বলেন, বড় খবর। এটি আমাদের ওমিক্রনের ঢেউ অতিক্রম করতে সাহায্য করবে।

এ বিষয়ে প্রস্তুতি শুরু করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

এ দিন ওমিক্রন আক্রান্ত এক রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে ইসরায়েল। জানা মতে দেশটিতে ওমিক্রন আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর ঘটনা এটি। এরপরই পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা চতুর্থ ডোজের প্রস্তাব দেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রনে অন্তত ৩৪০ রোগী শনাক্ত হয়েছে।

৯৩ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলে ৬৩ শতাংশ টিকার দুটি ডোজই পেয়েছে। বুস্টার ডোজ পেয়েছে ৪৫ শতাংশের বেশি মানুষ।

ওমিক্রন মোকাবিলায় বিদেশিদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কানাডাসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

ভয়েসটিভি/এএস

You may also like