Home শিক্ষাঙ্গন প্রধানমন্ত্রীর প্রণোদনা পাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরাও

প্রধানমন্ত্রীর প্রণোদনা পাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরাও

by shahin

ভয়েস রিপোর্ট: মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অসহায় জীবনযাপন করা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে। একাধিক সুত্র থেকে এ তথ্য জানাগেছে । এ জন্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা, শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ) তালিকা ও শিক্ষক-কর্মচারীদের নাম এবং একটি নির্ধারিত ছকে চাওয়া হয়েছে। ২৮ মের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে ।

এতে প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের নাম জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই করে সংযুক্ত ছক মোতাবেক পাঠাতে বলা হয়েছে। ছকে শিক্ষক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিংয়ের নাম্বারও চাওয়া হয়।

বর্তমানে দেশে অ্যাকাডেমিক স্বীকৃতি পাওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আছে রয়েছে ৫ হাজার ২৪২টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৮০ হাজার। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নতুন এমপিও পেয়েছে ২ হাজার ৭৩৭টি। এছাড়া অ্যাকাডেমিক স্বীকৃতির বাইরে রয়েছে আর ২ হাজারেরও বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান। বেসরকারি এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী রয়েছে এক লাখের বেশি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, ‘নন-এমপিও শিক্ষকদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছি।

‘প্রণোদনা দেওয়ার বিষয়ে এখনো কোনো চুড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষনা হয়নি। তবে আমরা আশাবাদী, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের কিছু হলেও প্রণোদনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এ বাবদ অর্থ সহায়তা দেওয়া হবে।’

এর আগে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ।

You may also like